আদালতের কাঁধে বন্দুক রেখে ফায়দা নিতে চায়: খন্দকার মাহবুব

আদালতের কাঁধে বন্দুক রেখে ফায়দা নিতে চায়: খন্দকার মাহবুব

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : যারা ক্ষমতায় থাকে তারা আদালতের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলায় রাজনৈতিক গন্ধ আছে। রাজনৈতিক কালিমাযুক্ত। এটি হতে পারে না। রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দেওয়া হয়েছে। ১৭ বছর পর কোনো অশুভ ইঙ্গিতে প্রদীপ জ্বলে উঠল। আজকে সারা দেশের মানুষ জানে এ মামলাটা কী, কেন হয়েছে। তিনি আরো বলেন, এখনো অনেক বিচারক আছেন। যারা আল্লাহকে হাজির নাজির জেনে ন্যায় বিচার করে। তারা ইতিহাস হয়ে থাকবেন।
যদি বিচারক ন্যায় বিচার করেন তিনি ইতিহাসে নজির হয়ে থাকতে পারেন। অন্যথায় কলঙ্কিতও হতে পারেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল ১১টা ৫মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৩০ মিনিটে আদালতে উপস্থিত হন। বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামান ষষ্ঠ দিনের বিচারিক কার্যক্রম শুরু করেন।

(জাস্ট নিউজ/ওটি/১৫৫৫ঘ.)