সরকারকে কঠিন মূল্য দিয়ে বিদায় নিতে হবে: খসরু

সরকারকে কঠিন মূল্য দিয়ে বিদায় নিতে হবে: খসরু

ঢাকা, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, ২০১৮ সালে সরকারকে অনেক কঠিন মূল্য দিয়ে বিদায় নিতে হবে। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক সভায় তিনি এসব কথা বলেন।

'রাজনীতি-স্বার্থ এবং বাংলাদেশের স্বাধীনতা, প্রতিবেশির ভূমিকা' শীর্ষক গণবৈঠকের আয়োজন ক‌রে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামক একটি সংগঠন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ২০১৮ সাল হবে গণতন্ত্র, বাক-স্বাধীনতা, আইনের শাসন, নাগরিক অধিকার ফিরিয়ে আনার বছর। আর আপনারা (সরকার) যদি মানুষের সিদ্ধান্তের বিপক্ষে যান তাহলে তার দায়-দায়িত্ব আপনাদের নিতে এবং অনেক উচ্চ মূল্য দিয়ে বিদায় নিতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার মামলা প্রসংঙ্গে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা সাথে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। এটা জেনে শুনেও সরকার সেই পথেই যাচ্ছে। কারণ তাদের আর কোনো পথ নেই। আমি বলতে চাই, সে পথে সরকার না গেলেই তাদের জন্য ভালো হবে।

সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. দিলারা চৌধুরী সহ অন্যান্য নেতৃবন্দ।

(জাস্ট নিউজ/ওটি/১৫ঘ.)