ভাইরাল ভিডিও

‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?'

‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?'

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছেন৷ ভাইরাল হওয়া এ বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের৷

২২ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা টাউন হল ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে বিমান ও ট্রেন যাত্রার পর সড়কপথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম-কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগ৷ এর অংশ হিসেবেই এ পথসভা৷

প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের হিসেব দিচ্ছিলেন ওবায়দুল কাদের৷ বেকার ভাতা, বিধবা ভাতা, চাকরি, বিদ্যুৎসহ নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছিলেন তিনি৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি সামনে উপস্থিত সমর্থকদের জিজ্ঞেস করছিলেন, ‘কে দিয়েছে?' জবাবে সমর্থকরাও চিৎকার দিয়ে বলছিলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা'৷

এরই এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, ‘১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?' এবারও উত্তরে সমর্থকরা বলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা'৷

পুরো বক্তব্যের ১৪ সেকেন্ডের এই অংশটুকু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ অনেকেই নিজেদের ওয়ালে শেয়ার করছেন ভিডিওটি৷

প্রতিটি ওয়ালে পোস্ট করা ভিডিওই দেখেছেন কয়েক লাখের ওপর মানুষ৷ কাদেরের বক্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসেরও৷

অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, সরকার জনগণকে এত মোবাইল ফোন দিয়ে থাকলে, তার মোবাইল ফোনটা গেল কোথায়! সূত্র: ডয়চে ভেলে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১২৩ঘ.)