ভারতে বিএনপি নেতা সালাউদ্দিনের ভাগ্যে কী ঘটবে আজ?

ভারতে বিএনপি নেতা সালাউদ্দিনের ভাগ্যে কী ঘটবে আজ?

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ভারতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মামলার রায় হতে পারে আজ শুক্রবার। মেঘালয়ের রাজধানী শিলংয়ের এটি আদালতে এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট রায় দানের কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে।

সালাউদ্দিনের আইনজীবী এসপি মহন্ত বলেন, শুক্রবার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তিনি আশাবাদী, রায় সালাউদ্দিনের পক্ষেই যাবে।

২০১৫ সালের মার্চ মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সালাউদ্দিনকে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি। সালাউদ্দিন অবশ্য দাবি করেছেন, অপহরণকারীরাই তাকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না।

(জাস্ট নিউজ/এমআই/০৯৩০ঘ.)