সিইসি বিএনপিকে ভয় দেখাচ্ছেন: রিজভী আহমেদ

সিইসি বিএনপিকে ভয় দেখাচ্ছেন: রিজভী আহমেদ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এবারে নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিবন্ধন ঝুঁকিতে পড়বে বলে ভয় দেখাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসিকে ‘বাকশাল মার্কা’ মুখপাত্র আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপি যাতে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে, সে জন্যই ভয় দেখানো হচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, যে প্রধান নির্বাচন কমিশনার এতগুলো ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেগুলোকে সুষ্ঠু বলে অভিহিত করেছেন, যে সিইসি সরকারি দলের ভোট নিয়ে অনাচারের বিষয়ে ‘স্পিকটি নট’ থেকেছেন, তিনি যে ক্ষমতাসীনদের ভাষাতেই কথা বলবেন- সেটিই স্বাভাবিক।

তিনি বলেন, এসব কথা শুনে মনে হয়- পাতানো নির্বাচনের ব্যবস্থা করতেই সর্বশক্তি নিয়োগ করছেন সিইসি। ক্ষমতাসীনদের বাইরে তিনি একধাপও এগোতে পারেন না।

রিজভী আহমেদ আরো বলেন, কেএম নুরুল হুদাদের মতো বিশ্বস্ত সেবকদের কারণেই শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছেন। তবে আমি সিইসিকে জানিয়ে দিতে চাই- যদি বিএনপির নিবন্ধন নিয়ে কোনো অশুভ প্ল্যান থাকে, সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।

(জাস্ট নিউজ/এমআই/১৪১২ঘ.)