বিএনপির জনসভা শুরু, সোহরাওয়ার্দীতে জনতার ঢল

বিএনপির জনসভা শুরু, সোহরাওয়ার্দীতে জনতার ঢল

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কার্যক্রম। আজ দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। তবে দুপুর ২টায় জনসভা শুরুর নির্ধারিত সময় থাকলেও দুপুর ১২টার আগে থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্যে পরিণত হয়।

জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। জনসভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে আজকের এই সভা করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

এ ছাড়া বিএনপির আজকের জনসভা থেকে দলটির আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা, জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির অবস্থানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই কথা শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী আহমেদ।

(জাস্ট নিউজ/এমআই/১৪৫০ঘ.)