গোলাপি জলপ্রপাত !

গোলাপি জলপ্রপাত !

 

অবাক করা বিষয় হলেও সত্য, কানাডার আলবের্তা প্রদেশে রয়েছে গোলাপি জলপ্রপাত। সেখানকার ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্কে এ জলপ্রপাতের অবস্থান। এটির নাম ক্যামেরন জলপ্রপাত। এটি দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও এর রয়েছে এক বিশেষ আকর্ষণ।

বছরের অন্য সময়ে এ জলপ্রপাত ও তার সংলগ্ন হ্রদের পানি খুবই সুন্দর। কিন্তু বর্ষার সময় পানির রং গোলাপি হয়ে যায়। দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হয়ে যায় টুকটুকে লাল, কখনওবা গাঢ় কমলা।

ভূতত্ত্ববিদরা বলছেন, ক্যামেরন জলপ্রপাতের আশপাশে ‘অ্যাগ্রোলাইট’ নামে এক ধরনের পলি মাটি রয়েছে। বর্ষার সময় এই পলি মাটি পানির সঙ্গে মিশে যায়। এতে পানি গোলাপি রং ধারণ করে।

এমজে/