বালিতে সাঁতার কাটছিল ‘দৈত্য মাছ’

বালিতে সাঁতার কাটছিল ‘দৈত্য মাছ’

গভীর সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন একদল জেলে। তবে সাগরে নামার আগেই তারা দেখতে পান বালিতে কিছু একটা সাঁতার কাটছে। প্রথমে তারা ভেবেছিলেন ড্রিফটিউড অর্থাৎ সাগরে ভাসমান কাঠ। পরে সেটি পরিষ্কার করতেই দেখা যায় রহস্যময় ‘দৈত্য মাছ।’

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে আছড়েপড়া অদ্ভূত এই দৈত্য মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশেষজ্ঞরা এটিকে সমুদ্রের ‘সানফিস’ বলে জানিয়েছেন। মাছটি ১.৮ মিটার বা ৬ ফুট লম্বা।

নিজের সহকর্মীর খুজে পাওয়া ওই মাছটির ছবি ফেসবুকে শেয়ার করেছেন লেনিটি গ্রেজিল্যাক নামে এক ব্যক্তি। তারা প্রথমে এটিকে বড় ধরনের ড্রিফটিউড ভেবে ভুল করেছিলেন।

বিবিসিকে লেনিটি বলেন, ‘আমি গুগল না করা পর্যন্ত চিন্তাই করতে পারছিলাম না এটা সত্যি।’ তিনি আরও বলেন, ‘আমার সহকর্মী চার বছর ধরে মাছ ধরার কাজ করছেন, তিনি জানতেন এটি কি, তবে আগে কখনও দেখেননি।’

মাছটির ছবি তোলার কারণ সম্পর্কে তিনি জানান, এটা ছিল খুব ভারি, গা ছিল খুব খসখসে ও খানিকটা জলহস্তির মতো দেখতে।

মাছটি অ্যাডেলেড শহরের থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোরং ন্যাশনাল পার্কে পাওয়া যায়। পরে এটিকে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এমজে/