কুশিয়ারায় ধরা পড়ল ১৫০ কেজির বাঘাইড়!

কুশিয়ারায় ধরা পড়ল ১৫০ কেজির বাঘাইড়!

সিলেটের কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম চার লাখ টাকা বলে জানা গেছে।

রবিবার সকালে জকিগঞ্জ উপজেলার ডুবাইরচর গ্রাম সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। ওই জেলের কাছ থেকে মাছটি কিনে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মোখলেস মিয়া।

মাছটিকে এক নজর দেখার জন্য বাজারে লোকজন ভিড় করেন।

ব্যবসায়ী মোখলেস মিয়া বলেন, স্থানীয়ভাবে মাছটি বিক্রি করার চেষ্টা করা হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মাছটি সিলেটের লালবাজারে এনেছি।

মাছটির দাম ৪ লাখ টাকা হাঁকা হচ্ছে। এক লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে।

তবে রাত পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি। সোমবার সকাল থেকে মাছটি কেজি হিসেবে কেটে বিক্রি করা হবে। বাঘাইড় মাছটিও ওজন প্রায় দেড়শ কেজি হবে।

মাছটি কেজি প্রতি দেড় হাজার থেকে আড়াই হাজার কেজি দরে বিক্রি করা হবে বলে জানান ব্যবসায়ী মোখলেস মিয়া।

এমজে/