প্রকাশ্যে এল মহাকাশে তোলা প্রথম সেলফি

প্রকাশ্যে এল মহাকাশে তোলা প্রথম সেলফি

মহাকাশে ভাসতে ভাসতে বেশ কয়েকটি সেলফি তুলেছিলেন নাসার নভোচর ক্রিস্টিনা কোখ এবং জেসিকা মেয়ার। পৃথিবী থেকে ৪০২ কিলোমিটার উপরে তোলা সেই সেলফি প্রকাশ্যে এনেছেন তারা।

মহাকাশচারীদের সঙ্গে থাকা ক্যামেরায় একটা-দু’টো নয়, পর পর বেশ কয়েকটি ছবি ওঠে তাদের। স্পেস স্টেশনের বাইরে থাকা একটি চার্জ-ডিসচার্জ ইউনিটের ব্যাটারি পাল্টানোর সময় উঠে যায় ছবিগুলো। মোট সাত ঘণ্টা ৩৩ মিনিট মহাকাশে কাটিয়েছিলেন তারা। ১৮ অক্টোবর স্পেসওয়াকের সেই ঐতিহাসিক ঘটনাটি ‘লাইভ স্ট্রিম’ করে দেখানো হয় নাসা-র পক্ষ থেকে।

মহাকাশে সেলফির ঘটনাকে পণ্য বিপণনেও কাজে লাগাচ্ছে ফোন নির্মাতা একটি স‌ংস্থা। বিশাল হিলিয়াম বেলুনে ৬৫,০০০ ফুট উঁচুতে একটি ফোন পাঠিয়ে সেখানকার ছবি তোলা হবে। যা মিশিয়ে দেওয়া হবে মাটিতে তোলা সেলফির সঙ্গে। সূত্র : আনন্দবাজার

এমজে/