২২৫ কোটি টাকায় বিক্রি হলো রান্নাঘরে পাওয়া সেই চিত্রকর্ম

২২৫ কোটি টাকায় বিক্রি হলো রান্নাঘরে পাওয়া সেই চিত্রকর্ম

ইতালির বিখ্যাত চিত্রশিল্পী চিমাবুয়ের আঁকা সেই চিত্রকর্ম, যেটি ফ্রান্সে এক বৃদ্ধার রান্নাঘরে পাওয়া গিয়েছিল, নিলামে সেটি রেকর্ড গড়া দামে বিক্রি হয়েছে।

রবিবার চিত্রকর্মটির দাম উঠেছে ২৪ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২৫ কোটি ৮৪ লাখ টাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ‘ক্রাইস্ট মকড’ নামের চিত্রকর্মটি গত মাসে প্যারিসের কাছাকাছি একটি শহরে এক বৃদ্ধার রান্নাঘরে খুঁজে পাওয়া যায়। ওই নারী ভেবেছিলেন, এটি কোনো প্রাচীন ধর্মীয় দেবতার ছবি আর দামও খুবই কম।

কিন্তু, রবিবার নিলামে তোলার পর রেনেসাঁ যুগের চিত্রকর্মটি আগের রেকর্ড ভেঙে দিয়েছে। নিলামে মাত্র ছয় মিলিয়ন ইউরো বা ৫৫ কোটি টাকার মতো দামে উঠবে ধারণা করা হলেও এদিন সেটি বিক্রি হয়েছে প্রায় চারগুণ দামে। এখন মধ্যযুগীয় চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়াটির নাম ‘ক্রাইস্ট মকড’।

আকটিয়ন অকশন হাউস জানিয়েছে, উত্তর ফ্রান্সের অজ্ঞাত এক ধনকুবের দুর্লভ চিত্রকর্মটি কিনে নিয়েছেন।

এমজে/