এক বাঘাইড়ের দাম ৪১ হাজার টাকা

এক বাঘাইড়ের দাম ৪১ হাজার টাকা

এক বাঘাইড়ে কপাল ফিরেছে জেলে সাদ্দাদ সরদারের। শুক্রবার সকালে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে বলে জানা যায়।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২ শ' টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নিয়েছেন।

এখন নদীতে পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারণা করেছেন স্থানীয় জেলেরা।

মো. চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ৎ থেকে ডাকের মাধ্যমে ১২ শ' টাকা কেজি দরে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কিনেছেন। এখন ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দেবেন। ফোনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতির সাথে যোগাযোগ করে মাছটি বিক্রি করবেন। দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।

এমজে/