কৃষকের বাড়ি ঘেরাও করল শিয়ালের দল

কৃষকের বাড়ি ঘেরাও করল শিয়ালের দল

রংপুর, ১ এপ্রিল (জাস্ট নিউজ) : বাচ্চা অবরুদ্ধ করে রাখায় সংঘবদ্ধ শিয়ালের দল ঘেরাও করল এক কৃষকের বাড়ি। এ সময় শতাধিক শিয়ালের চেঁচামেচিতে আশপাশের লোকজনও আতঙ্কিত হয়ে পড়ে। গ্রামসুদ্ধ লোকজন সারা রাত না ঘুমালেও সাহস করে বাড়ির বের হয়নি।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি শান্তিবাগ গ্রামে।

উল্লেখ্য, গত বছরও একই গ্রামের আমিন নামের এক যুবক সংঘবদ্ধ শিয়ালের আক্রমণে মারা যায়।

গ্রামবাসী সূত্র জানায়, শাল্টি শান্তিবাগ গ্রামের কৃষক বুলু মিয়ার বাড়িসংলগ্ন ধানক্ষেত পরিচর্যা শেষে শুক্রবার সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি তার জমির কোণায় কালভার্টের ভেতরে ৯টি শিয়ালের বাচ্চা দেখতে পান। একটি সারের বস্তায় শিয়ালের বাচ্চাগুলো ভরে বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রাখেন।

রাত ১০টার পর বাচ্চারা বাড়ি থেকে ডাকতে থাকে। তাদের ডাকে শতাধিক শিয়াল বুলু মিয়ার বাড়ির চারপাশে চেঁচামেচি করে ঘুরতে থাকে। বুলু মিয়া ঘরের জানালা দিয়ে এ দৃশ্য দেখে দেখে আতঙ্কিত হয়ে প্রতিবেশী লোকজনকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। গ্রামবাসী তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। শিয়ালের এ চেঁচামেচি চলে রাতভর। সকালের দিকে শিয়ালগুলো লোকালয় ছেড়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়। বুলু মিয়া পরে শেয়ালের বাচ্চাগুলো ছেড়ে দেন।

(জাস্ট নিউজ/এমআই/১০৪০ঘ.)