যেখানে স্বামী জমা রাখা হয়!

যেখানে স্বামী জমা রাখা হয়!

ঢাকা, ৯ জুন (জাস্ট নিউজ) : সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় স্বামীদেরও সঙ্গে করে নিয়ে যান। আর কোনো উৎসব এলে তো কথাই নেই। কেনাকেটার মুহূর্তে তখন স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হয়। বিষয়টিতে অনেক স্বামী বিরক্তিও প্রকাশ করেন। তাদের কথা চিন্তা করেই নতুন সার্ভিস চালু করেছে চীনের একটি শপিংমল।

সাংহাইয়ের গ্লোবাল হার্বার শপিংমলে বেশকিছু গ্লাস পড বা কাচের খোপ তৈরি করা হয়েছে। সেখানেই স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। প্রতিটি গ্লাস পডের ভেতরে রয়েছে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার ও গেমস প্যাড। স্ত্রীদের কেনাকাটার সময়টুকু তারা সেখানে বসে নব্বই দশকের পুরনো গেমগুলো খেলতে পারবেন। আর এই সেবার নাম দেওয়া হয়েছে ‘স্বামী জমা রাখা’ সার্ভিস।

চীনা সোশ্যাল মিডিয়ায় শপিংমলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিভিন্ন জায়গায় এটি সম্প্রসারণ করা যায় কিনা, জানতে চেয়েছেন অনেকে। কেউ কেউ আবার মজাও করছেন।

এক স্বামী অবশ্য বলেছেন, এই সার্ভিস এখন স্বামীদের শপিংয়ে যেতে উৎসাহ জোগাবে। যদিও শপিংয়ের খরচ তাদের পকেট থেকেই যাবে!

তবে নারীরা এটিকে গ্রহণ করতে পারছেন না। একজনের মন্তব্য, আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতে চায়, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কী? সে তো ঘরে বসেই সেটা করতে পারে।

(জাস্ট নিউজ/এমআই/১০১০ঘ.)