আকাশ থেকে নেমে এলো অক্টোপাস-স্টারফিস!

আকাশ থেকে নেমে এলো অক্টোপাস-স্টারফিস!

ঢাকা, ২৫ জুন (জাস্ট নিউজ) : চীনের উপকূলবর্তী শহর কিংডাওয়ে সম্প্রতি অদ্ভুত এক ঘটনা ঘটেছে। আকাশ থেকে নেমে এসেছে অক্টোপাস! ওই শহরের বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আকাশ থেকে ‘সি ফুড’ বর্ষণের বেশ কিছু ছবিও। তার মধ্যে অক্টোপাস ছাড়াও রয়েছে মাছ, স্টারফিস ইত্যাদি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কিংডাওয়ে এক ঝড়ের পরেই এই সব সামুদ্রিক প্রাণী আকাশ থেকে নেমে আসে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ মাইল। প্রবল বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। বহু বাড়ির জানালা ভেঙে পড়ে। ল্যাম্পপোস্ট উপড়ে পড়ে। অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আবহাওয়াবিদদের ধারণা, ইয়েলো সি থেকেই এই এর উৎপত্তি। বস্তুত সমুদ্রে এক জলস্তম্ভ সৃষ্টি এবং তা থেকেই এই দুর্যোগ জন্ম নেয় বলে তারা মত প্রকাশ করেছেন। জলস্তম্ভের টানেই সামুদ্রিক প্রাণীরা আকাশে উঠে গিয়েছিল এবং বৃষ্টির সঙ্গে তারা মাটিতে নেমে আসে।

(জাস্ট নিউজ/এমআই/১১৫১ঘ.)