নারী পুলিশের হাফপ্যান্ট নিয়ে লেবাননে বিতর্ক (ভিডিও)

নারী পুলিশের হাফপ্যান্ট নিয়ে লেবাননে বিতর্ক (ভিডিও)

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : রথ দেখাও হল, কলা বেচাও শেষ। শহরে হাফপ্যান্ট নারী পুলিশ বাহিনী মোতায়েন করে ঠিক এ কাজটিই করছে লেবানন। পর্যটন শহর ব্রাহ্মানার রাস্তায় রাস্তায় হাফপ্যান্ট পড়া নারী পুলিশ দাঁড় করিয়েছেন মেয়র পিয়েরি। লক্ষ্য ট্রাফিক নিয়ন্ত্রণ। আর আসল উদ্দেশ্য পর্যটক আকর্ষণ।


কিন্তু পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় দাঁড় করানোর এ ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়েছে লেবাননে।

দেশটির অনেক নাগরিকই সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ করেছেন, এর মাধ্যমে পুরুষ পুলিশের তুলনায় নারী পুলিশকে অবমাননা করা হয়েছে।

কেউ কেউ এ পোশাককে সেক্সিস্ট (যৌন উত্তেজক) আখ্যা দিয়ে বলছেন, তরুণী পুলিশ সদস্যদের পর্যটক আকর্ষণে ব্যবহার করা লৈঙ্গিক বৈষম্যের জন্ম দিচ্ছে।

(জাস্ট নিউজ/এমআই/১৪২১ঘ.)