বিস্ময়কর সেতু!

বিস্ময়কর সেতু!

ঢাকা, ৯ আগস্ট (জাস্ট নিউজ) : ভিয়েতনামের দা ন্যাং শহর থেকে কিছুটা দূরে বিস্ময়কর এক সেতু নির্মাণ করেছে দেশটি। নয়নাভিরাম সৌন্দর্যের কারণে, শুরু থেকেই জায়গাটি ভ্রমণপিপাসুদের কাছে এক বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে উঠলে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরমভাবে চোখে ভেসে ওঠে।

কেউ কেউ এরই মধ্যে একে প্রাচীন সপ্তাশ্চর্য ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের সাথে তুলনা করছেন। ইতিহাসখ্যাত সেই উদ্যান সম্রাট নেবুচাডনেজার আর তার রানীর স্মৃতি যেন ফিরে আসছে এই সেতুর সামগ্রিক দৃশ্যে।

আর্কিটেকচারাল ডিজাইনটা মনোমুগ্ধকর হওয়ায় কেউ কেউ একে লর্ড অব দা রিং ছবির গ্রাফিকসে দেখানো অতিলৌকিক দৃশ্যাবলীর সাথেও তুলনা করছেন।

সুবিশাল দুটি পাথরের হাতের উপরে সেতুটি এমনভাবে স্থাপিত যে, চারিদিকের সবুজ প্রকৃতি আর পাহাড়ের মাঝে পর্যটকদের হৃদয় নিমগ্ন রাখতে যথেষ্ট। প্রায় দুই বিলিয়ন ডলারে নির্মিত এই সেতুর জন্য বর্তমানে বছরে প্রায় দেড় মিলিয়ন দর্শণার্থী ছুটে আসছেন ভিয়েতনামে।

(জাস্ট নিউজ/এমআই/১১১৬ঘ.)