কুকুর নিজের লেজকে তাড়া করে কেন?

কুকুর নিজের লেজকে তাড়া করে কেন?

ঢাকা, ১৯ আগস্ট (জাস্ট নিউজ) : কুকুরের কয়েকটি আচরণ প্রায়ই লক্ষ্য করা যায়। এর মধ্যে অন্যতম হল নিজের লেজকে চক্কর মারা। সকলেই কুকুরের এমন কাণ্ডের সাক্ষী। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, কেন কুকুর এই কাজ করে?

এ ব্যাপারে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কুকুরের এমন আচরণের কারণ খুঁজতে পিছিয়ে যেতে হবে অনেকটা সময়। যখন কুকুর ছিল বন্য জন্তু। তখন শিকারের খোঁজে সারাক্ষণ ঘুরে বেড়াতে হতো তাকে। পাশাপাশি নিজেকেও বাঁচাতে হতো সম্ভাব্য আক্রমণ থেকে। সেই প্রাচীন জীবনই যেন ছায়া ফেলে যায় এই আচরণে। লেজকে দেখতে পেলে অনেক সময়ই সে সেটাকে তাড়া করে বেড়ায় আপন খেয়ালে। ভাবে শিকার বা শত্রু।

তবে কেবল এই কারণই নয়। লেজের কোন ঘা বা চুলকুনির চোটে পেলেও রেহাই পেতে মরিয়া হয়ে এমন চক্কর লাগাতে পারে তারা।

প্রতিবেদন অনুযায়ী একটি সমীক্ষা থেকে জানা গেছে, অতিরিক্ত এমন চক্কর লাগানোর কাণ্ড ঘটালে এমনও হতে পারে আপনার কুকুরের কোন অসুখ করেছে।

(জাস্ট নিউজ/এমআই/১০৪৫ঘ.)