সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন নেত্রকোনার ক্ষিতীন্দ্র

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন নেত্রকোনার ক্ষিতীন্দ্র

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন নেত্রকোনার প্রখ্যাত সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। বুধবার রাতে তিনি ১৮৫ কিলোমিটার দীর্ঘ দূরপাল্লার একক সাঁতার প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করেছেন। এর আগে ক্ষিতীন্দ্র গত বছর ৪৩ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন।

এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। গত সোমবার সকাল ৬টায় শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর ব্রিজ থেকে সাঁতার শুরু করেন তিনি। বিরামহীন ভোগাই, নেতাই, কংস ও মগড়া নদী পাড়ি দেয়ার পর বুধবার রাত ৮টায় ৬১ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার নদীপথ অতিক্রম করেন। মদন উপজেলার দেওয়ান বাজারে মগড়া নদীর ঘাটে এ প্রদর্শনী শেষ করেন তিনি।

৬৭ বছর বয়সী প্রবীণ এ সাঁতারু জানান, গিনেস রেকর্ড বুকে স্থান পেতে এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

বিরামহীন সাঁতার প্রদর্শনী চলাকালে এক মিনিটের জন্যও কোথাও থামেননি। নদীতে সাঁতার অব্যাহত রেখেই গ্রহণ করছেন তরল জাতীয় খাবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এএনএস কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

(জাস্ট নিউজ/এমআই/১২১৪ঘ.)