কারচুপির অভিযোগের স্বচ্ছ তদন্তের তাগিদ

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন ‘কলুষিত’: ইউরোপীয় ইউনিয়ন

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন ‘কলুষিত’: ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ‘কলুষিত’ বলে কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। একিসঙ্গে নির্বাচনে সংগঠিত কারচুপি অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাগাদা জানিয়েছে সংস্থাটি।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার দেওয়া এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে সংস্থাটি।

নির্বাচনে সহিংসতা আর অনিয়মের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, "নির্বাচনের দিনে ব্যাপক সহিংসতা ঘটেছে, পুরো নির্বাচন প্রক্রিয়াজুড়ে ছিলো লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি। এসকল প্রতিবন্ধকতার কারণেই নির্বাচনের প্রচার এবং ভোটদান প্রক্রিয়া কলুষিত হয়েছে।"

কারচুপির অভিযোগ তদন্তের আহবান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, "বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নির্বাচনের কারচুপির অভিযোগসমূহের সঠিকভাবে তদন্ত নিশ্চিত করা। আর এ কাজটা হতে হবে সম্পূর্ণ স্বচ্ছতা অনুসরণ করে।"

বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে এগিয়ে যাবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি। এতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকার এবং মৌলিক অধিকারসমূহের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করবে।

বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফল যেখানে ঘটবে সে ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তার সমর্থন দিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জিএস