বিরোধীদের উপর নির্যাতন, গুম, মিথ্যা মামলায় জাতিসংঘের উদ্বেগ অব্যাহত

বিরোধীদের উপর নির্যাতন, গুম, মিথ্যা মামলায় জাতিসংঘের উদ্বেগ অব্যাহত

জাতিসংঘ সংবাদদাতা

বিরোধীদলের নেতাকর্মীদের উপর শাসকদলের নির্যাতন, গুম ও মিথ্যা মামলা দায়ের ঘটনায় নিন্দা ও ক্ষোভ অব্যাহত রেখেছে জাতিসংঘ।

বাংলাদেশে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবারের নিয়মিত ব্রিফ্রিংয়ে এই উদ্বেগের জানান দেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

দেশের বর্তমান পরস্থিতিতে জাতিসংঘের অব্যাহত উদ্বেগের বিষয়টি প্রকাশ করে ব্রিফ্রিংয়ে ফারহান বলেন, "বাংলাদেশে ৩০ ডিসেম্বর নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন সময় এবং তার পরবর্তী সময়ে যেসব সহিংসতা এবং মানবাধিকার লংঘনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।"

বিরোধী নেতাকর্মীদের উপর শাসকদলের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকার বিষয়টিতে উৎকণ্ঠা প্রকাশ করে ব্রিফিংয়ে জানানো হয়, "শুধু নির্বাচনের দিনই প্রাণহানি এবং ব্যাপক হতাহতের বিশ্বসযোগ্য তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনের পরও বিরোধীদলসমূহের উপর হয়রানি, গুম এবং ফৌজদারি মামলা দায়ের করাসহ বিভিন্ন রকমের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে -যা অত্যন্ত উদ্বেগজনক।”

জিএস