প্রধান বিচারপতির ছুটি ও বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে খোঁজ নিচ্ছে জাতিসংঘ

প্রধান বিচারপতির ছুটি ও বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে খোঁজ নিচ্ছে জাতিসংঘ

নিউইয়র্ক জাতিসংঘ সদর দফতর থেকে বিশেষ সংবাদদাতা, ১৩ অক্টোবর (জাস্ট নিউজ) : বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাকে ছুটিতে প্রেরণ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে খোঁজ নিচ্ছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডোজারিক।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান- বাংলাদেশে আইনের শাসন বিরাট হুমকির মুখে। দেশের প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং প্রাধান বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয় গুলোকে জাতিসংঘ কিভাবে দেখছে।

জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত অবহিত নই। তবে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।”

(জাস্ট নিউজ/প্রতিনিধি/ওটি/২৩১৯ঘ.)