সেলফ কোয়ারেন্টিনে ২৯

করোনা আতংকে ডেমোক্রেট-রিপাবলিকান আইনপ্রণেতারা

করোনা আতংকে ডেমোক্রেট-রিপাবলিকান আইনপ্রণেতারা

বিশেষ সংবাদদাতা

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১হাজার ছাড়িয়ে গেছে, এবং এ সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে । পরিস্থিতি সামাল দিতে একরকম হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। আক্রান্তদের তালিকায় ধীরে ধীরে যোগ হচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যরা।তারা সেলফ কোয়ারেন্টিনে আছেন।

গত বুধবার কংগ্রেসের দুই সদস্য করােনায় আক্রান্ত হয়েছেন। এরপরই অনেক আইনপ্রণেতা করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে এমন কারো সাথে দেখা সাক্ষাতের কারণে সেলফ কোয়ারেন্টিনে যাচ্ছেন।

আক্রান্ত দুই কংগ্রেস সদস্য হলেন- ফ্লোরিডার রিপাবলিকান মারিয়ো দিয়াজ বালার্ট এবং উটাহ প্রদেশের ডেমোক্রেট বেন ম্যাকএডামস।

ক‌্যাপিটল হিলে যখন দেশের করোনা কিভাবে মোকাবেলা হবে তা নিয়ে চলছে তােড়জোর ঠিক তখনি সেলফ কোয়ারেন্টিনে গেলেন ২৯ কংগ্রেস সদস্য।

সেলফ কোয়ারেন্টিন নেয়া আক্রান্ত সদস্যরা হলেন- টেক্সাসের রিপাবলিকান টেড ক্রুজ, ফ্লোরিডা রিপাবলিকান ম্যাট গেটজ, জর্জিয়ার রিপাবলিকান ডগ কলিনস, আরিজােয়ানার রিপাবলিকান পল গোসার, ক্যালিফোর্ণিয়ার ডেমোক্রেট জুলিয়া ব্রাউনলে, ভার্জিনিয়ার রিপাবলিকান ডন বেয়ার, ফ্লোরিডা রিপাবলিকান রিক স্কট, সাউথ ক্যারোলিনা সিনেটর লিনডসে গ্রাহাম, কেনটাকির ডেমোক্রেট জন ইয়ারমুথ, নিউ ম্যাক্সিকোর রিপ্রেজেনটিটিভ বেন রে লুজান, উইসকনসন ডেমোক্রেট জেন মুরে, কলোরাডো সিনেটর করি গার্ডনার, কলোরাডো ডেমোক্রেট রিপ্রেজেনটিটিভ জেসন ক্র, পেনিসেলভেনিয়া ডেমোক্রেট মেট কার্টরাইট, জর্জিয়া রিপাবলিকান ড্রিউ ফার্গুসন, লুইসিয়ানা রিপাবলিকান হুইপ স্টিভ স্ক্যালাইস, মিসৌরি রিপাবলিকান এন ওয়েগনার, ফ্লোরিডা রিপাবলিকান স্টেপানে মারপি, নিউইয়র্কের ডেমোক্রেট কাথলিন রাইস, ওকলাহোমা ডেমোক্রেট কেনড্রা হর্ন, নিউইয়র্ক ডেমোক্রেট অ্যানথনি ব্রিনিদিসি, সাউথকেরোলিনা ডেমোক্রেট জোয়ি কানিংহাম, ওকলাহোমা রিপাবলিকান টম কোলে, আরিজোনা রিপাবলিকান ডেভিড স্কুয়েকার্ট, নর্থ ক্যারোলিনা ডেমোক্রেট ডেভিড প্রাইস, ক্যালিফোর্ণিয়া ডেমোক্রেটিক রিপ্রেজেনটিটিভ এডাম স্কিফ, কানসাসের ডেমোক্রেটিক রিপ্রেজেনটিটিভ শেরাইস ডেভিস, নিউ জার্সি ডেমোক্রেটিক রিপ্রেজেনটিটিভ এনডি কিম এবং টেক্সাসের ডেমোক্রেটিক রিপ্রেজেনটিটিভ ভিসেনথে গনজালেজ।

জিএস/