বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র ও মানবাধিকার : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র ও মানবাধিকার : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার ও সমতা। এমন মনোভাব ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

বাংলাদেশের কর্তৃত্ববাদের পথে যাত্রা, আইনের শাসনের অভাব, মুক্তমত প্রকাশে বাঁধা, দূর্ণীতি এবং সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত অপশাসনের চিত্র উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারীর করা এক লিখিত প্রশ্নের জবাবে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ওই মুখপাত্র।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার এবং সমতা। ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংঙ্কেন এই প্রতিশ্রুতি পূনব্যক্ত করেছেন।”

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মুখপাত্র জানান, “আমরা যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে আপনাকে নজর দিতে বলবো”।