এশিয়া অঞ্চলে আধিপত্য নয়, অংশীদারিত্বে বিশ্বাসী যুক্তরাষ্ট্র: পেন্টাগন

এশিয়া অঞ্চলে আধিপত্য নয়, অংশীদারিত্বে বিশ্বাসী যুক্তরাষ্ট্র: পেন্টাগন Photo: CNN

পেন্টাগন সংবাদদাতা

এশিয়া এবং প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে আধিপত্য নয় বরং মিত্র দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বকেই প্রাধান্য দেয় যুক্তরাষ্ট্র।

শুক্রবার ওয়াশিংটনে প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে আফগানিস্তান পরিস্থিত নিয়ে বাংলাদেশি সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এভাবেই নিজেদের অবস্থানের জানান দেন পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কিরবি। সংবাদ সম্মেলনে ডেপুটি ডিরেক্টর ফর রিজিওনাল অপরাশেন্স জেনারেল উইলিয়াম টেইলরও বক্তব্য রাখেন।

আফগানিস্তানে বোমা হামলার পরদিন অনুষ্ঠিত পেন্টাগনের সংবাদ সম্মেলনের উপর দৃষ্টি ছিলো যুক্তরাষ্ট্রসহ বিশ্বের তাবৎ সংবাদ মাধ্যমের। সিবিএস, এবিসি, সিএনএন, ফক্স’র মতো মিডিয়া আউটলেট সরাসরি সম্প্রচার করে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জীবনের বিনিময়ে মানুষকে সহায়তা করছে। এপর্যন্ত ১৩ জন সদস্য আফগান নাগরিকদের সরিয়ে আনতে জীবন দিয়েছে; যা অতুলনীয়। আমার প্রশ্ন কিছুটা কৌশলগত অবস্থান জানার জন্য। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের এভাবে সরে আসাটা কী এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বা নিয়ন্ত্রণকে খর্ব করবে না?"

জবাবে পেন্টাগন প্রেস সেক্রেটারি বলেন, "এটা আসলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা রাখা বা না রাখার মতো কোনো বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে সবধরনের হুমকি থেকে নিরাপদ রাখা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করা।"

পেন্টাগনের মুখপাত্রের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রাক্তন এই এডমিরাল বলেন, "আমাদের প্রচেষ্টা মিত্রদের নেট ওয়ার্ককে চাঙ্গা রাখা। আমরা চাই আমাদের আন্তর্জাতিক মিত্ররাও একই ধরনের ভূমিকা যেনো রাখে, সে ব্যাপারে সহযোগিতা করা। এঅঞ্চলে আমাদের সহযোগিতা বা ঘনিষ্ঠতার কোনো ঘাটতি নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন কিছুদিন আগেই ওই অঞ্চল সফর করেছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট আজ সকালে মাত্র সেখান থেকে ফিরেছেন।"

কিরবি বলেন, "প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সেখানকার সম্ভাবনাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বিষয়টি আসলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয় বরং সহযোগিতা মূলক অংশীদারিত্ব।"

কেবি/