মানবাধিকারের কাজে বাধা দিবেন না: সরকারকে ১১ সংস্থার আহবান

মানবাধিকারের কাজে বাধা দিবেন না: সরকারকে ১১ সংস্থার আহবান

মানবাধিকার সংগঠন অধিকার-এর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহবান জানিয়েছে আন্তর্জাতিক ১১ মানবাধিকার সংস্থা।

সরকারের সর্বশেষ পদক্ষেপ মানবাধিকার সংস্থা এবং কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ মনোভাবের বর্হিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাগুলো।

বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েব সাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লংঘনের তথ্য প্রকাশ করে অধিকার কোনো অপরাধ করেনি বরং সরকার মানবাধিকারের সুরক্ষা না দিতে পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার মানবাধিকার দমিয়ে রাখতে চায়। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অধিকার-এর নিবন্ধন বাতিল করা সেটাই প্রমাণ করে।

এতে বলা হয়, "সরকারের উচিত প্রতিহিংসা বাদ দিয়ে অবিলম্বে অধিকার-এর নিবন্ধন নবায়ন করা। যাতে করে সংস্থাটি মানবাধিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে।"

বাংলাদেশ সরকার যেন মানবাধিকার কর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে যেন রাজনৈতিক উদ্দেশ্যমূলক নির্যাতন বন্ধ করে সে আহবান জানিয়ে ১১ মানবাধিকার সংস্থা বলেছে, "মানবাধিকার সংগঠনগুলোকে ভীতিহীন পরিবেশে কাজ করতে দেন এবং মানবাধিকার রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করুন।"