ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী সুনাককে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী সুনাককে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ সংবাদদাতা

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একিসঙ্গে স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ চালিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেছে সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে স্বাগতম জানান মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

এর আগে, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করে সংস্থাটির স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী ঋষি সুনাকের ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার বিষয়টি জাতিসংঘের নজরে এনে এ প্রসঙ্গে তাদের অভিমত জানতে চান।

জবাবে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ডোজারিক বলেন, "আমরা তাঁকে স্বাগত জানাই। আগামী দিনগুলোতে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই।"

তিনি বলেন, "স্থায়ী প্রতিনিধি হিসেবে ব্রিটেন অবশ্যই জাতিসংঘের খুবি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই পক্ষের মধ্যে রয়েছে পরিচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু।"

এমএন/