বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের তাগিদ জাতিসংঘের

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের তাগিদ জাতিসংঘের

জাতিসংঘ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে।

বুধবার ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে এ তাগিদ দেন।

বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশে আগামী বছর জাতীয় নির্বাচন হবে। তাই বাংলাদেশকে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছ। জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশের উচিত মানবাধিকার ডিক্লারেশনে অনুসারে মতপ্রকাশ, মুক্ত গণমাধ্যম এবং শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেওয়া।"

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে গোয়েন লুইস বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, "একজনের অধিকারকে হুমকির মধ্যে ফেলে দেওয়া মানে পুরো সমাজকে হুমকিতে ফেলে দেওয়া।"