রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করে যুক্তরাষ্ট্র: ট্রাম্প গুলিবিদ্ধ হওয়া নিয়ে হাসিনার সমালোচনা প্রসঙ্গে মিলার

মুশফিকুল ফজল আনসারী, স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে অগ্রহণযোগ্য মন্তব্য করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করে যুক্তরাষ্ট্র।
'আমেরিকা নিজের গণতন্ত্র নিয়ে গর্ব করে, নিজেদেরকে খুব সভ্য দেশ মনে করে, সেখানে তার একজন অপনেন্টকে এভাবে গুলি করাসেটা আমাদের প্রশ্ন,' নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সমালোচনা প্রসঙ্গে সোমবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই মন্তব্য করেন মুখপাত্র মিলার।
ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আমেরিকা নিজের গণতন্ত্র নিয়ে গর্ব করে, নিজেদেরকে খুব সভ্য দেশ মনে করে, সেখানে তার একজন অপনেন্টকে এভাবে গুলি করা?' এঘটনাকে কী আপনারা একপক্ষের ওপর আরেক পক্ষের গুলি করা হিসাবে দেখছেন?"
জবাবে মিলার বলেন, "কী কারণে তিনি এমন মন্তব্যবা কী মন্তব্য করেছে তা আমি জানিনা। প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাদের বক্তব্যে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কথা বলেছেন।"
তিনি আরও বলেন, "আমি এটা নিয়ে স্পষ্ট করে বলেছি যে, যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতাকে আমরা ঘৃণা করি, এ জাতীয় কর্মকান্ডের নিন্দা জানাই। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। একটি শক্তিশালী জাতি হিসাবে কিছু বিষয় আমাদের নীতির কেন্দ্রে রয়েছে যেগুলো আমরা মেনে চলি, যেমন- শান্তিপূর্ণ উপায়ে মতবিরোধ দূর করা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার, নীতি এবং বিশ্বাসকে সম্মান করা।"
গত ১৩ জুলাই সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশ চলাকালে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় ২০ বছর বয়সী এক যুবক। এতে আহত হন ট্রাম্প।
এমআর/