ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা দিয়ে সেনাবাহিনীকে শুধু বশ করাই নয় বরং ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রেও তাদেরকে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টে প্রকাশিত `বাংলাদেশ গভর্ণমেন্ট লেভিশেস মানি অন দ্য আর্মি`...