লাওসের বিপক্ষে স্বস্তির জয় বাংলাদেশের

লাওসের বিপক্ষে স্বস্তির জয় বাংলাদেশের

ঢাকা, ১ অক্টোবর (জাস্ট নিউজ) : এই কদিন আগে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সে হতাশার রেশ কাটতে না কাটতেই নিজেদের মাটিতে আরেকটি আন্তর্জাতিক ফুটবল টুর্মামেন্টে মাঠে নেমেছে তারা। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে লাল-সবুজের দল। লাওসকে ১-০ গোলে হারিয়েছে তারা।

সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক বিপলু আহমেদ। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। তার শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায় বল।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের দখলে। তাই সাফল্যও পায় তারা। শেষ দিকে ব্যবধান বাড়নোর আরো কয়েকটি সুযোগ পেয়েছিল ঠিক, কিন্তু তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা।

তবে ব্যবধান খুব বড় না হলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। পেয়েছে পুরো ৩ পয়েন্ট।

অবশ্য ফিফা র‍্যাঙ্কিং ও সামর্থ্যের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লাওস। এর আগে দুইবারের দেখায় লাওস একটি ম্যাচে জিতেছিল, অন্যটি ড্র হয়।

আর র‍্যাঙ্কিংয়ে লাওসের অবস্থান ১৭৯তম। বাংলাদেশ আছে তলানির দিকে, ১৯৩তম স্থানে।

(জাস্ট নিউজ/একে/২১০৯ঘ.)