৩০ রানের লজ্জায় বাংলাদেশ নারী দল

৩০ রানের লজ্জায় বাংলাদেশ নারী দল

কক্সবাজার, ৩ অক্টোবর (জাস্ট নিউজ) : পাকিস্তানের বিপক্ষে ৩০ রানের লজ্জায় পড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের করা ৮৮ রানের জবাবে ৩০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৫৮ রানের সহজ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান। এটাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। এর আগের পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এতদিন সেটাই ছিল সালমাদের সর্বনিম্ন দলীয় স্কোর। তবে নারীদের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর আফ্রিকার দেশ মোজাম্বিকের। গত আগস্টে নামিবিয়ার বিপক্ষে ২৫ রানে অলআউট হয় মোজাম্বিক।

বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করে বাংলাদেশ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান নারী ক্রিকেট দল।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। শেষ পর্যন্ত ১২.৫ ওভারে ৩০ রানেই অঅলাউট হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দলের হয়ে কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ফিগার টপকাতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ। পাকিস্তানের হয়ে ৩ ওভারে শূন্য রানে ৩ উইকেট নেন আমান আমিন। এছাড়া দুটি করে উইকেট ভাগাভাগি করেন আইমান আনওয়ার, নিদা দার ও নাসরা সান্ধু।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৪ ওভারে ৮৮/৫ (জাভেরি খান ২৫, নাহিদা খান ১৮; নাহিদা আখতার ২/১৯)।
বাংলাদেশ: ১২.৫ ওভারে ৩০/১০ রান (রুমানা ৯; আমান আমিন ৩/০)। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

(জাস্ট নিউজ/এমআই/২০২০ঘ.)