বিপিএলের ড্রাফট ২৮ অক্টোবর

বিপিএলের ড্রাফট ২৮ অক্টোবর

ঢাকা, ১২ অক্টোবর (জাস্ট নিউজ) : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের তারিখ পরিবর্তন হয়েছে। তিনদিন পিছিয়ে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে ২৫ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট আয়োজনের সূচি ঘোষণা করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, প্লেয়ার্স ড্রাফট করবো ২৮ অক্টোবর। ভেন্যু এখনও ঠিক করিনি।

তিনি আরো বলেন, ২৫ তারিখই করার কথা ছিল। কিন্তু ওই সময় খেলা পড়ে গেছে। ২৪ ও ২৬ তারিখ চট্টগ্রামে বাংলাদেশের ওয়ানডে। তখন তো করা ঠিক হবে না। তাই আমরা পিছিয়ে দিয়েছি তিন দিন।

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। বিসিবি পরিচালক শেখ সোহেল গতকালও দৃঢ় কণ্ঠে জানালেন, জাতীয় নির্বাচনের কারণে বদলাবে না বিপিএলের সময়সূচি। নির্বাচন হলেও যথাসময়ে চলবে বিপিএল। নির্বাচনের জন্য বন্ধ বা পেছানো হবে না টুর্নামেন্ট।

(জাস্ট নিউজ/একে/১১০১ঘ.)