ফেদেরারের বিদায়, ফাইনালে জোকোভিচ

ফেদেরারের বিদায়, ফাইনালে জোকোভিচ

ঢাকা, ১৪ অক্টোবর (জাস্ট নিউজ) : সাংহাই মাস্টার্সের বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ছিলেন। সেমিফাইনালে ২০টি গ্র্যান্ড স্লামের বিজয়ীকে থামিয়ে দিয়েছেন বোরনা কোরিচ।

ক্রোয়েশিয়ার কোরিচের কাছে খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারেননি ফেদেরার। হেরে গেছেন ৬-৪, ৬-৪ গেমে। ফেদেরার না পারলেও ফাইনালে পৌঁছে গেছেন ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জোকোভিচ। বিশ্ব র‌্যাংকিংয়ের ৫ নম্বর তারকা অ্যালেক্সান্ডার জিভেরেভকে হারিয়েছেন ৬-২, ৬-১ গেমে।

মৌসুমে দুরন্ত গতিতে ছুটে চলা জোকোভিচ টানা ১৭ ম্যাচে জিতেছেন। এই সময়ে জিতেছেন ইউএস ওপেন ও সিনসিনাটি মাস্টার্সের শিরোপা। এমন ফর্মের কারণে সোমবার ফেদেরারকে সরিয়ে দুই নম্বরে চলে আসবেন র‌্যাংকিংয়ে। এই অর্জনকেই বড় করে দেখছেন তিনি, ‘যদি গত চার-পাঁচ মাসের অবস্থা বিবেচনা করি, সার্জারির বিষয়টা ভেবে দেখি তাহলে টুর্নামেন্ট শেষে দুই নম্বরে আসাইতো বড় পাওয়া।’

কনুইয়ের সার্জারির পর ছন্দে ছিলেন না শুরুতে। তবে এখন ছন্দে থেকে জিতে চলেছেন, যার ব্যাখ্যায় জোকোভিচ জানান, ‘গত চার মাস আগে যেখানে ছিলাম আর বর্তমানে যেখানে আছি এটা তো চরম পর্যায়ই বলতে হয়।’

(জাস্ট নিউজ/এমজে/১৬১০ঘ.)