সৌম্য মুমিনুলদের পাশে কোচ

সৌম্য মুমিনুলদের পাশে কোচ

ঢাকা, ১৯ অক্টোবর (জাস্ট নিউজ) : এশিয়া কাপের দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেনের ওপর নজর থাকবে স্টিভ রোডসের। দলে ফিরতে তারা কী করছেন তা নিবিড়ভাবে দেখতে চান বাংলাদেশের প্রধান কোচ। একই সঙ্গে উঠে আসা তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের দুয়ার খোলা রাখতে চান রোডস। শিষ্যদের কাছে তার চাওয়া একটাই- নিজের জায়গার জন্য প্রাণপণ লড়াই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলন শেষে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে নিজের ভাবনার কথা জানান রোডস। ‘দল থেকে বাদ পড়ার পর একা, পরাস্ত মনে হয়। সেসময় হতাশ হয়ে পড়ে। নিজেদের উপেক্ষিত মনে করে। কিন্তু ওরাও নিজেদের আবার দলে ফেরাতে পারে। সৌম্য, মুমিনুলের সঙ্গে মোসাদ্দেকও দল থেকে বাদ পড়েছে।’

জাতীয় দল ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে। দলের আশপাশে থাকা ক্রিকেটাররা খেলছেন জাতীয় ক্রিকেট লিগে। সেখানে কে কেমন করছে সেদিকে নজর আছে প্রধান কোচের। শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন সৌম্য, মোসাদ্দেক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হকরা। তারা কেমন করেন, মাঠে থেকে দেখবেন রোডস। ‘আমি খুশি যে, এনসিএলে সৌম্য এক ম্যাচে দুটি ৭০ ছাড়ানো ইনিংস খেলেছে আবার ইনিংসে পাঁচ উইকেটও পেয়েছে। ওর সঙ্গে আমার যোগাযোগ আছে।’

আরিফুলের ডাবল সেঞ্চুরি আশা দেখাচ্ছে রোডসকে। দল থেকে বাদ পড়ার পর সাইফ উদ্দিনের লড়াইয়ে মুগ্ধ এই কোচ। ‘আরিফুল আরেকজন ব্যাটসম্যান যে বল করতে পারে। এনসিএলের প্রথম রাউন্ডে ও ডাবল সেঞ্চুরি করেছে। সে সৌম্য, সাইফ একই ধরনের খেলোয়াড়। আরিফুল এমন ধরনের খেলোয়াড় যা আমরা দেখতে চাই। যদি ওদের সুযোগ না দিই কী করে বুঝব ওরা ভালো না নাকি না?’

‘আমরা মনে করি, সাইফ একজন ভালো অলরাউন্ডার। সর্বোচ্চ পর্যায়ে ভালো করার সামর্থ্য আছে ওর। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে সে। ও ছিটকে পড়েছিল আবার দলে ফিরেছে। নিজেকে প্রস্তুত করার জন্য আমরা সাইফ উদ্দিনকে সুযোগ দিতে চাই।’

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শোয়েব মালিকের ক্যাচ ধরার সময় চোট পান মাশরাফি মুর্তজা। এই পেসারের জন্য একজন বিকল্প বোলারকে তৈরির তাগিদ অনুভব করছেন রোডস। আপাতত তার বাজি সাইফ। ২০১৯ বিশ্বকাপে নজর রেখে একাদশ ঠিক করার দিকে নজর বাংলাদেশের। ওপেনিংয়ে আশা দেখাচ্ছেন লিটন দাস। তিনে দারুণভাবে মানিয়ে গেছেন সাকিব আল হাসান। রোডস জানান, ব্যাটিংয়ে সাত নম্বরে একজনকে খুঁজছে বাংলাদেশ। ‘আমি মনে করি, সাত নম্বর ভালো একটি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। এতে আপনি লক্ষ্য তাড়ায় ভালো করতে পারবেন।’

(জাস্ট নিউজ/এমজে/১০১০ঘ.)