শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের পথে যুবারা

শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের পথে যুবারা

ঢাকা, ১৯ অক্টোবর (জাস্ট নিউজ) : শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। দুইটি চারদিনের ম্যাচের প্রথমটিতে তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের চালকের আসনেই রয়েছে তৌহিদ হৃদয়ের দল।

ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের যুবারা ৩৯ রানের লিড নেয়। হাতে আছে ৯ উইকেট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যুবাদের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। এর আগে বাংলাদেশের করা ৩০৯ রানের জবাবে ২৮৮ রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা।

তৃতীয় দিনেই ৯ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। করতে পারে ২২৩ রান। ২১ রানের লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সোনাল দিনুশা করেন সেঞ্চুরি। ২০২ বল খেলে করেন ১০০ রান।

টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও শাহীন আলম।

তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৯ ওভারে ১৮ রান তুলতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট হারায়।

শেষদিন প্রান্তিক নওরোজ নাবিল ৭ ও মাহমুদুল হাসান জয় ৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/এমজে/১৩৩০ঘ.)