৭৫ লাখ টাকায় চিটাগাং ভাইকিংসে মুশফিক

৭৫ লাখ টাকায় চিটাগাং ভাইকিংসে মুশফিক

ঢাকা, ২৮ অক্টোবর (জাস্ট নিউজ) : ড্রাফট শুরুর আগেই হয়ে গেল নাটক। জানা গিয়েছিল, নিলামে উঠছেন মুশফিকুর রহিম। কিন্তু না, তিনি ড্রাফটে উঠেননি। ইতিমধ্যে তাকে ভিড়িয়েছে চিটাগাং ভাইকিংস। ৭৫ লাখ টাকায় তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে নিলামে উঠেছেন দেশি ১৮৬ ও বিদেশি ৩৬৫ ক্রিকেটার।

গেল আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেন মুশফিক। এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার স্থানে মোস্তাফিজুর রহমানকে আইকন করেছে তারা। ফলে বাইরে থেকে যান মিস্টার ডিপেন্ডেবল।

জানা গেছে, মুশফিককে পেতে দেনদরবার করেছিল চিটাগাং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। তবে অর্থের দৌড়ে চট্টলার দলটির সঙ্গে পেরে উঠেনি 'চায়ের দেশের' ফ্র্যাঞ্চাইজিটি।

চিটাগাং ভাইকিংসের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় আছেন সিকান্দার রাজা, লুক রঞ্চি, নজিবুল্লাহ জাদরান ও সানজামুল ইসলাম। বিদেশি চুক্তি ক্যাটাগরিতে এসেছেন মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রিলিংক।

(জাস্ট নিউজ/এমজে/১৩৩০ঘ.)