সাঙ্গাকারাকে স্পর্শ করতে পারলেন না কোহলি

সাঙ্গাকারাকে স্পর্শ করতে পারলেন না কোহলি

ঢাকা, ৩০ অক্টোবর (জাস্ট নিউজ) : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে শতরান করেছিলেন বিরাট কোহলি। সোমবার ব্র্যাবোর্নে চতুর্থ একদিনের ম্যাচে সেঞ্চুরি করতে পারলেই কুমার সাঙ্গাকারাকে স্পর্শ করার হাতছানি ছিল ভারত অধিনায়কের সামনে। কিন্তু সোমবার ১৬ রানে আউট হতেই যাবতীয় জল্পনা শেষ। সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসাতে পারলেন না বিরাট।

এদিন বিরাট কোহলি তিন অঙ্কের রান করতে পারলেই প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে স্পর্শ করতেন। প্রথমত একদিনের ক্রিকেটে পর পর চারটি শতরানের নজির একমাত্র সাঙ্গাকারারই আছে।

বিরাট প্রথম তিনটি একদিনের ম্যাচে তিনটি শতরান করে সেই রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে সাঙ্গাকারার মোট সেঞ্চুরির সংখ্যা ৬৩। কোহলি দাঁড়িয়ে মোট ৬২ সেঞ্চুরিতে। সোমবার সেঞ্চুরি করতে পারলেই শতরানের নিরিখে সাঙ্গাকারার সঙ্গে এক বিন্দুতে পৌঁছে যেতেন বিরাট।

(জাস্ট নিউজ/এমজে/১২১৫ঘ.)