তাইজুলের ঘূর্ণিতে ২৮২ রানে শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

তাইজুলের ঘূর্ণিতে ২৮২ রানে শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : মাভুতাকে ফেরান নাজমুল।প্রথম দিন বাংলাদেশের বোলিংয়ে প্রতিরোধের দেয়াল দিয়ে খেলেছে জিম্বাবুয়ে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটায় ছিলো বিপরীত চিত্র। বাংলাদেশের ঘূর্ণিতে সেই দেয়াল চূর্ণ হয়েছে। প্রথম সেশন শেষ হওয়ার আগেই জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৮২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। স্পিনার তাইজুলের ঘূর্ণিতে পুরোপুরি খেই হারিয়েছে এদিন। নিয়েছেন ৬ উইকেট!

সিলেটে এদিন ১২ ওভার পর আসে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম দিনের মতো পিজে মুর ও রেগিস চাকাভা মিলে প্রতিরোধ দিচ্ছিলেন বড় সংগ্রহ পেতে। ১০৩তম ওভারে তাইজুলের বলেই অবশেষে ধরা দেন রেগিস চাকাভা। শর্ট লেগে ক্যাচ তুলে দেন নাজমুলের হাতে। ২৮ রানে ফিরে যান সাজঘরে। দিনের শুরুতে তার ও চাকাভার জুটিটি ছিলো ৩৫ রানের।

তাইজুলের ঘূর্ণিজাদু এরপর থেকেই শুরু। নতুন নামা কোনও ব্যাটসম্যানকেই পথের কাঁটা হতে দেননি। তেমন ধারাতে ওয়েলিংটন মাসাকাদজাকেও বেশিক্ষণ থিতু হতে দেননি তাইজুল। ২৮ বল খেলা ওয়েলিংটনকে ৪ রানেই গ্লাভসবন্দী করান। তবে অপর প্রান্ত আগলে ছিলেন পিজে মুর। দৃঢ় চেতা ব্যাটিংয়ের উদাহরণ হয়ে হাফসেঞ্চুরি তুলে নেন। অপরাজিত ছিলেন ৬৩ রানে। চার মেরে তাইজুলের ওভারে চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

এরপর স্পিনার নাজমুল ইসলামের আঘাতে ব্রেন্ডন মাভুতা। ৩ রান করা মাভুতাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাজমুল। দিনের শুরুটায় ঘূর্ণিজাদুতে শুরু করা তাইজুল লেজ ছেঁটে দেন পর পর দুই উইকেট নিয়ে। কাইল জার্ভিসকে প্রথম স্লিপে তালুবন্দী করিয়ে পরের বলে সাজঘরে ফেরান চাতারাকে।

তাইজুল ১০৮ রানে নিলেন ৬ উইকেট। দুটি নিলেন নাজমুল, একটি করে মাহমুদউল্লাহ ও আবু জায়েদ।

(জাস্ট নিউজ/এমজে/১১৫৫ঘ.)