শুরুতেই সাজঘরে ফিরলেন ইমরুল

শুরুতেই সাজঘরে ফিরলেন ইমরুল

ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : শুরুতেই সাজঘরে ফিরলেন ইমরুল কায়েস। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের পাঁচ নম্বর বলে তেন্ডাই চেতারা বলে আউট হন তিনি। যাবার আগে ১৩ বল খেলে মাত্র পাঁচ রান করেন এই ওপেনার।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। কিন্তু আজ সকালে বাকি পাঁচ উইকেট নিয়ে মাত্র ৪৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

প্রথম দিন শেষে পিটার মুর ৩৭ ও চাকাবা ২০ রানে অপরাজিত ছিলেন। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর মিনিট চল্লিশ পর দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার তাইজুল ইসলাম। তবে মুর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। এর কিছু পর মাসাকাদজাকে ৪ রানে বিদায় করেন তাইজুল। মাভুতাকে ৩ রানে এলবি ফাঁদে ফেলেন আরেক লেগি নাজমুল হাসান অপু।

এরপর টানা দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানে থামিয়ে দেন তাইজুল। নিজের ৪০তম ওভারের দ্বিতীয় বলে জারভিসকে বিদায় করার পর তৃতীয় বলে আউট করে সাতারাকে।

গতকাল নিয়েছিলেন ২ উইকেট। আজ সকালে ৫ উইকেটের চারটিই দখল করেন তাইজুল। মোট ১০৮ রান দিয়ে ৬ উইকেট নেন এই স্পিনার।

(জাস্ট নিউজ/এমজে/১৩০০ঘ.)