প্রথম টেস্ট জিততে আরো ২৯৫ রান দরকার বাংলাদেশের

প্রথম টেস্ট জিততে আরো ২৯৫ রান দরকার বাংলাদেশের

ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ও মিরাজের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৮১ রানে।

জবাবে দ্বিতীয় ইনিংসে দিনের শেষভাগে ১০.১ ওভার খেলে বিনা উইকেটে ২৬ রান তোলার পর আলোক স্বল্পতায় আগেই মাঠ ছেড়েছে দুই দল। এরফলে চতুর্থ দিন খেলা শুরু হবে সাড়ে ৯টায়। ক্রিজে আছেন ইমরুল কায়েস (১২) ও লিটন দাস (১৬)। শেষ দুই দিনে বাংলাদেশের প্রয়োজন আর ২৯৫ রান।

বাংলাদেশি তিন স্পিনারের ঘূর্ণি বলে বিপর্যস্ত জিম্বাবুয়ে ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। প্রথমবার এক টেস্টে দশ বা ততোধিক উইকেট শিকার করলেন এই বাহাতি স্পিনার।

মেহেদী হাসান মিরাজের শিকার তিন ও নাজমুল ইসলাম অপুর দুটি। ৭৯ রানে হারায় আট উইকেট। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।

চতুর্থ ইনিংসে তিনশতাধিক রান তাড়া করে বাংলাদেশের মাটিতে কোনো দল জিততে পারেনি।

(জাস্ট নিউজ/এমজে/১৯৫০ঘ.)