দিন শেষে ফলোঅনের শংকায় জিম্বাবুয়ে

দিন শেষে ফলোঅনের শংকায় জিম্বাবুয়ে

ঢাকা, ১৩ নভেম্বর (জাস্ট নিউজ) : শিকড় গেঁড়ে বসেছিলেন ব্রেন্ডন টেইলর ও পিটার মুর। তারা ফিরতেই ধ্বংসস্তূপে জিম্বাবুয়ে। এর মূল কৃতিত্ব দিতে হবে আরিফুল হক ও মেহেদী হাসান মিরাজকে। মুরকে ফিরিয়ে টেইলরের সঙ্গে ১৩৯ রানের জুটি ভাঙেন আরিফুল। পরে জোড়া আঘাতে জিম্বাবুয়ে শিবিরে ত্রাস ছড়িয়েছেন মিরাজ। একে একে ফিরিয়ে দিয়েছেন পথের কাঁটা টেইলর ও ব্রেন্ডন মাভুতাকে।

শেষ খবর পর্যন্ত ৩০৪ রানে ৯ উইকেট হারিয়ে ফলোঅনের শংকায় পড়েছে জিম্বাবুয়ে। আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে জিম্বাবুয়ে। ব্রায়ান চারি ১০ এবং নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানো শূন্য রান নিয়ে খেলা শুরু করেন। রান তোলাই ছিল তাদের লক্ষ্য।

অন্যদিকে প্রতিপক্ষকে দ্রুত গুঁড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকে চেষ্টা করেন বোলাররা। তবে সাফল্য আসছিল না। অবশেষে তাদের প্রচেষ্টা আলোর মুখ দেখে। তাইজুলের স্পিনে ঘায়েল হয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিরিপানো।

নাইটওয়াচম্যান দ্রুত ফিরলেও থেকে যান ব্রায়ান চারি। শুরুটা ধীরস্থির করলেও সময় গড়ানোর সঙ্গে হাত খোলেন তিনি। এক পর্যায়ে রীতিমতো বাংলাদেশ বোলারদের ওপর তাণ্ডব চালান। ছোটান স্ট্রোকের ফুলঝুরি। ফিফটি (৫৩) তুলে চোখ রাঙাতে থাকেন। দারুণ এক ডেলিভেরিতে তার চোখ রাঙানি থামান মিরাজ। মুমিনুল হকের তালুবন্দি করে জিম্বাবুয়ে ওপেনারকে ফেরান এ অফস্পিনার।

অবশ্য মিরাজের আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেয় বাংলাদেশ। তাতে তার আবেদন পজিটিভ প্রমাণিত হলে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন আম্পায়ার। এতে পথ হারায় রোডেশিয়ানরা।

পরে ক্রিজে আসেন ইনফর্ম শন উইলিয়ামস। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তাকে সেট হতে দেননি তাইজুল। দুর্দান্ত স্পিনে ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যানকে বোল্ড করে ফেরান তিনি। খানিক বাদেই মায়াবি এ স্পিনারের শিকার হয়ে ফেরেন সিকান্দার রাজা। তিনিও সাজঘরের পথ ধরেন সোজা বোল্ড হয়ে। ফলে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে।

পরে পিটার মুরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন নতুন ব্যাটসম্যানও। ফলে গতি পায় জিম্বাবুয়ে ইনিংস। ধীরে ধীরে এগিয়ে যান তারা। ছোটান রানের ফোয়ারা। কি স্পিন, কি পেস-কোনো কিছু দিয়েই থামানো যাচ্ছিল না তাদের। ব্যর্থ হন স্ট্রাইক বোলাররা। অবশেষে মুরকে থামান পার্টটাইমার আরিফুল হক। মিডিয়াম পেসে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মিডলঅর্ডার ব্যাটসম্যানকে ফেরান তিনি।

ফেরার আগে ১১৪ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন মুর। দুর্দান্ত খেলতে থাকা ব্রেন্ডন টেইলরের সঙ্গে গড়েন মহামূল্যবান ১৩৯ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ষষ্ঠ উইকেটে এটি রেকর্ড রানের পার্টনারশিপ।

দিনের প্রথমার্ধে তাইজুল ইসলামের ঘূর্ণি ফাঁদে পড়ে নিয়মিত বিরতিতে আসেন আর যান জিম্বাবুয়ে টপঅর্ডার ব্যাটসম্যানরা। তবে থেকে যান ব্রেন্ডন টেইলর। বুক চিতিয়ে লড়েন তিনি। শেষ পর্যন্ত তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ১৮৭ বলে ৮ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি ব্যাটার।

তিন অংক ছুঁয়ে পথের কাঁটা হয়ে ছিলেন টেইলর।অবশ্য এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি।দুর্দান্ত এক ডেলিভেরিতে বোকা বানিয়ে তাইজুলের ক্যাচ বানিয়ে তাকে ফেরান তিনি।অল্প ব্যবধানে ব্রেন্ডন মাভুতাকে ফিরিয়ে জিম্বাবুইয়ানদের ধ্বংসস্তূপে পরিণত করেন মিরাজ।

এর আগে দ্বিতীয় দিন শেষ বিকালে বাংলাদেশের দেয়া ৫২২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ২০ রানে তাইজুলের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা।

প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড ডাবল সেঞ্চুরি (২১৯), মুমিনুল হকের সেঞ্চুরি (১৬১) এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে (৬৮) রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট নেন কাইল জার্ভিস।

(জাস্ট নিউজ/একে/১৬৫৪ঘ.)