২ উইকেটে ১০৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

২ উইকেটে ১০৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

ঢাকা, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : চট্টগ্রাম টেস্টের প্রথম সকালে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের এগিয়ে নিচ্ছেন মুমিনুল হক। খেলা শুরুর মাত্র তৃতীয় বলেই ফিরলেন সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই ক্রেমার রোচের বলে ডোরিচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হকের ব্যাটে রানের চাকা সচল রাখে বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলেই ফেরেন ইমরুল কায়েস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান। ওপেনার সৌম্য সরকার শূন্য ও ইমরুল কায়েস ৪৪ রান করে আউট হন। মুমিনুল হক ৫৫ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে খেলা বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। স্পিনার নাঈম হাসানের অভিষেক হচ্ছে এই ম্যাচে। এছাড়া দলে ফিরেছেন দলের তারকা ওপেনার সৌম্য সরকার।

সেই টেস্টে খেলা লিটন দাস নেই স্কোয়াডেই। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।

চার স্পিনার, এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। অফ স্পিনার নাঈম ও বাঁহাতি স্পিনার সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।

(জাস্ট নিউজ/এমজে/১২০৪ঘ.)