আড়ালে মাশরাফির অনুশীলন

আড়ালে মাশরাফির অনুশীলন

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : কিছুদিন আগেও একজন পেসার এবং বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলতে সবার আগে আসত মাশরাফি মুর্তজার নাম। এখন মাশরাফির নাম বলতে রাজনৈতিক নেতার কথা সামনে চলে আসে। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র কেনার পর থেকেই তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছে।

মনোনয়নপত্র কেনার পর বুধবার মাশরাফি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেন অনেকটা আড়ালে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন শেষে মাশরাফি মাঠে যান। বিকেল ৩টার পর মিরপুর একাডেমিতে তিনি জিম করেন। সাংবাদিকদের সামনে না আসতেই এই সময় বেছে নেন ডান-হাতি পেসার।

এদিকে ওয়ানডে সিরিজের আগে ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

মাশরাফির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মাশরাফির। ইনজুরি থেকে ফেরা তামিম ইকবালও প্রস্তুতি ম্যাচে খেলবেন।

দীর্ঘদিন পর মাশরাফি মিরপুরে জিম শুরু করলেও মিডিয়ার সঙ্গে কথা বলেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলার কথা রয়েছে তার।

(জাস্ট নিউজ/এমআই/১০০০ঘ.)