মুশফিকের বিকল্প হিসেবে দলে লিটন

মুশফিকের বিকল্প হিসেবে দলে লিটন

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : ঢাকা টেস্টের আগে অনুশীলনের সময় গতকাল বুধবার হাতের আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। যদিও তার কিছুক্ষণ পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, এক্স-রে করানো হয়েছে এবং গুরুতর কিছু পাওয়া যায়নি। একদিনের বিশ্রাম দেয়া হয়েছিল দেশ সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যানকে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোন রকম ঝুঁকিতে যেতে চাচ্ছে না। তাই মুশফিকের বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেষ পর্যন্ত যদি মুশফিকের সার্ভিস না পাওয়া যায় তবে উইকেটর পিছনে হয়ত দেখা যাবে লিটন দাসকে।

লিটন সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ওপেনার হিসেবে। ২ ম্যাচ টেস্ট সিরিজে ৪ ইনিংসে মাত্র ৪৭ রান করেন। বাজে ফর্মের জন্য বাদ পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে।

মুশফিকের বিকল্প হিসেবে লিটনকে দলে নেয়ায় ১৩ সদস্যের দল এখন ১৪ সদস্যে পরিণত হয়েছে।

মিরপুর টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ, লিটন দাস।

(জাস্ট নিউজ/এমজে/১২০০ঘ.)