আরেকটি মাইলফলকের সামনে তাইজুল

আরেকটি মাইলফলকের সামনে তাইজুল

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : সময়টা দারুণ কাটছে তাইজুল ইসলামের। মাঠে নামলেই পাচ্ছেন উইকেট। গড়ছেন একের পর এক কীর্তি। এবার আরেকটি মাইলফলকের সামনে তিনি। আর ৬টি উইকেট পেলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন বাঁহাতি স্পিনার।

এখন পর্যন্ত ২২ টেস্টে ৪০ ইনিংসে ৩১.১০ গড়ে ৩.১৫ ইকোনমিতে ৯৪ উইকেট শিকার করেছেন তাইজুল। ৫ উইকেট আছে ৭বার, সেরা বোলিং ফিগার ৩৯/৮। ক্রিকেটের অভিজাত সংষ্করণে বাংলাদেশের পক্ষেই এটি সেরা বোলিং ফিগার।

টানা ৩ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিও আছে তাইজুলের। এর আগে এ নজির স্থাপন করেন সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়র। এবার দেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ার সুযোগ তার। রেকর্ডটি এখন সাকিবের দখলে।

মাইলফলক ধরতে দুটি ইনিংস পাচ্ছেন তাইজুল। শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে ৬৪ রানের জয়ে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য এ টেস্ট জিতে সিরিজ জয়। তিনি মাইলফলক ছুঁতে পারলে তা হবে স্বাগতিকদের জন্যই স্বস্তিদায়ক।

বাংলাদেশের হয়ে ক্রিকেটের আদি ফরম্যাটে ১০০ উইকেট নেয়ার কীর্তি আছে দুজনের-সাকিব ও মোহাম্মদ রফিকের। ৫৪ ম্যাচে ২০১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টেস্টে এ সংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আর সাবেক বাঁহাতি স্টাইলিশ স্পিনার রফিকের শিকার ৩৩ ম্যাচে কাঁটায় ১০০ উইকেট।

(জাস্ট নিউজ/এমজে/১৭৩৫ঘ.)