শেবাগের মতো খেলতে বললেন সাকিব

শেবাগের মতো খেলতে বললেন সাকিব

ঢাকা, ২৯ নভেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের সামনে নয় বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজ হারানোর সুযোগ। তার জন্য দরকার কেবল শেষ ম্যাচে ড্র। তবে বাংলাদেশ দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে জয় পায় তবে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের খেলোয়াড়দের নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামে প্রথম টেস্ট শেষ হয় পৌনে দুই দিনে। ঢাকা টেস্টও হবে স্পিন সহায়ক উইকেট। আর তাই হার-জিতই হবে ম্যাচের সম্ভব্য ফল। সাকিব তাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও জয় পাওয়া নিয়ে আশাবাদী। তিনি বলেন, 'আমরা জয়ের চিন্তা মাথায় নিয়েই মাঠে নামবো। যদি ম্যাচে ড্র'র সম্ভাবনা জাগে তবে আমরা সেটা নিয়ে চিন্তা করবো। আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই আগামী ম্যাচে জয় পাওয়া।'

আর বাংলাদেশ অধিনায়ক তার সতীর্থদের জয়ের জন্য নিজেদের খেলায় মনোযোগ দিতে বললেন। চাপ না নেওয়ার ইঙ্গিত করলেন দলের খেলোয়াড়দের, 'আমি সবসময় বলি সবারই নিজের স্বাভাবিক খেলাটাই মাঠে প্রয়োগ করা উচিত। দলের প্রয়োজনে হয়তো খেলার ধরণে কিছু পরিবর্তন আনতে হয়। এছাড়া আমি মনে করি, একজন খেলোয়াড়ের নিজের খেলায় পরিবর্তন আনা উচিত না।'

বাংলাদশ অধিনায়ক সাকিব আল হাসান তার কথার মধ্যে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগকে উদাহরণ হিসেবে টানলেন। তার মতে, ওয়ানডে কিংবা টেস্ট-টি২০ শেবাগের খেলার ধরণ একই। সাকিব বলেন, 'টেস্টে প্রথম বলটা যদি শট খেলার মতো হয় শেবাগ শট খেলবেন। ওয়ানডে এবং টি২০ ম্যাচেও তার খেলার ধরণ একই। আমার মতে, এমন মানসিকতা খুব দরকার। কেউ যদি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে প্রথম বলেই চার মারতে পারে। তবে টেস্টে আমি তাকে প্রথম শট খেলতে মানা করবো না।'

বাংলাদেশ দলে ঢাকা টেস্টে অভিষেক হতে যাচ্ছে সাদমান ইসলামের। ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ ক্রিকেট খেলেই দলে সুযোগ পেয়েছেন। এছাড়া সাদমানের খেলার ধরণ টেস্টের জন্য খুবই মানানসই বলে মনে করেন অনেকে। সাকিবও তার খেলার ধরণ নিয়ে বেশ উচ্ছ্বসিত, 'আমি যা দেখেছি এবং শুনেছি যে হিসেবে সে টেস্টের জন্য খুবই উপযুক্ত। তার টেস্ট খেলার মানসিকতা উচ্ছ্বসিত করার মতো। সুযোগ পেলে দলের জয়ে সে অবদান রাখবে বলে আমি আশাবাদী।'

(জাস্ট নিউজ/এমজে/১৯০০ঘ.)