অভিষেকেই সাদমানের অর্ধশতক

অভিষেকেই সাদমানের অর্ধশতক

ঢাকা, ৩০ নভেম্বর (জাস্ট নিউজ) : মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ১৫৯ বলে ৫৯ রানে অপরাজিত আছেন সাদমান।

সাদমান ইসলামকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু ফের ব্যর্থ হন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেন মাত্র ১১ রান। তাই ঢাকা টেস্টে সতর্ক শুরু করেন সৌম্য। তবু ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেননি তিনি। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার (১৯)। এদিকে ক্রিজে আসার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন মুমিনুল হক। দ্রুত রান তুলছিলেন। শেষ পর্যন্ত এর খেসারত গুনে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ - ৪৮ ওভার শেষে ১২১/২। সাদমান ৫৯ ও মোহাম্মদ মিঠুন ১২ রান নিয়ে ক্রিজে আছেন।

ঢাকা টেস্টে চার স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলামের সঙ্গে আছেন অধিনায়ক সাকিব।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, সুনিল আমব্রিস, রস্টন চেজ, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), শারমন লেবিস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

(জাস্ট নিউজ/এমজে/১২৫৫ঘ.)