১২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন সাকিব-মিরাজ

১২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন সাকিব-মিরাজ

ঢাকা, ১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মিরপুরে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘুর্নিজাদুতে দিশেহারা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। মজার ব্যাপার হচ্ছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের প্রথম ৫ ব্যাটসম্যানই এদিন হয়েছেন বোল্ড আউট।

সাকিব-মিরাজের ঘুর্নিতে বোকা হয়ে উইকেট বিসর্জন দিতে হয়েছে তাদের। সাকিব আল হাসান ২টি ও মেহেদী হাসান মিরাজ ৩টি উইকেট নিয়েছেন।

টেস্টের কোন ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যান বোল্ড আউট হওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে বিরল। আজকের ঘটনার আগে মাত্র দুবার এমন ঘটনার নজির রয়েছে টেস্ট ইতিহাসে। সর্বশেষটি ১২৮ বছর আগে।

১৮৯০ সালের আগস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে এমন ঘটনার মুখোমুখী হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। যার কারণেই মূলত ম্যাচটি হেরেছিলো অস্ট্রেলিয়া। লন্ডনের কেনিংটন ওভালে সেদিনও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া- পাঁচটিই বোল্ড। তার মধ্যে ৩ উইকেট নিয়েছিলো ইংলিশ পেসার ফ্রেড মার্টিন। বাকি দুটি জর্জ লোহমান। সেই ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিলো ১০০ রানে।

আর তারও এগারো বছর আগে প্রথম বারের মতো এই পরিস্থিতির মুখোমুখী হয়েছিলো ইংল্যান্ড। সেদিন তাদের প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া। মেলবোর্নের সেই ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ইংলিশদের প্রথম ৭ ব্যাটসম্যানই হয়েছিলো বোল্ড আউট। অসি পেসার ফ্রেডারিক স্পোফোর্থ একাই গুড়িয়ে দিয়েছিলেন চার ব্যাটসম্যানের স্ট্যাম্প। সেই ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিলো ১১৩ রানে। ম্যাচটিও তারা হেরেছিলো ১০ উইকেটে।

(জাস্ট নিউজ/একে/২১১৮ঘ.)