যে কীর্তি প্রথম গড়লেন মিরাজ

যে কীর্তি প্রথম গড়লেন মিরাজ

ঢাকা, ২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সফরকারীদের ফলোঅনে ফেলেছে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৫০৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। এর পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ১৬ ওভার বল করে ৫৮ রান খরচায় সাত উইকেট পেয়েছেন এই স্পিনার, যা এক ইনিংসে তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগের ক্যারিয়ারসেরা ইনিংস অভিষেক টেস্টেই গড়েছিলেন মিরাজ। এমনকি দেশের মাটিতে অফ স্পিনার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডের মালিকও তিনি।

অফ স্পিনার হিসেবে সাত উইকেট শিকারি প্রথম বোলার মিরাজ। বাংলাদেশের হয়ে সাত উইকেট নেওয়া আগের তিন বোলারই বাঁহাতি স্পিনার-এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ৫৮ রানে সাত উইকেট পেয়ে মিরাজ ছাড়িয়ে গেছেন অস্ট্রেলীয় অফ স্পিনার নাথান লায়নকেও। গত বছর চট্টগ্রামে লায়ন ৯৪ রানের বিনিময়ে পেয়ছিলেন সাত উইকেট, যা বাংলাদেশের মাটিতে সেরা ছিল। সেখানে নিজেকে এগিয়ে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন মিরাজ। চট্টগ্রাম টেস্টে মিরাজ প্রথম ইনিংসে ৩৯.৫ ওভার বল করে ৮০ রান দিয়ে ছয় উইকেট পেয়ে আলোচনায় এসেছিলেন। এমনকি দ্বিতীয় ইনিংসে ২১.৩ ওভার বল করেই মাত্র ৭৭ রানের বিনিময়ে আবারও ছয় উইকেট পেয়ে ক্যারিয়ারসেরা ইনিংস বোলিয়ের রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন মিরাজ। টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ে এসেই তিন উইকেট পেয়েছিলেন তিনি। আজ আরো চার উইকেট পেয়েছেন এই স্পিনার। ফলে অভিষেকের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে গড়া ছয় উইকেটের রেকর্ড পিছিয়ে পড়েছে তাঁর এই অর্জনে।

অবশ্য অভিষেকেই অসংখ্য রেকর্ড গড়েছিলেন মিরাজ। এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ উইকেট পেয়েছিলেন তিনি। এমনকি অভিষেকের পর প্রথম দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এত দিন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার জন জেমস প্যারিসের দখলে ছিল। ১৮৮৬ সালে এ কীর্তি গড়েন তিনি। ১৩০ বছর পর অভিষেকের সেই কীর্তিকে ছাপিয়ে গিয়েছিলেন মিরাজ।

নিজেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নতুনভাবে মেলে ধরেছেন তরুণ তুর্কি মিরাজ। নিজেকে এমনভাবে ছাড়িয়ে যাওয়া তিনি অব্যাহত রাখতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

(জাস্ট নিউজ/এমজে/১৪২৫ঘ.)